রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সিদ্ধিরগঞ্জে পাঁচ হাজার জনের নামে মামলা 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে পাঁচ হাজার জনের নামে মামলা 

সিদ্ধিরগঞ্জ থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত প্রায় ৫ হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানার এসআই আফজাল হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

মামলার বিষয়টি জানিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ৫ অগাস্ট আ.লীগের সরকার পতনের পর থানায় লুটপাট, অগ্নি সংযোগ চালায় দুর্বৃত্তরা। 

আগুন জ্বালিয়ে দিয়ে থানার আসবাবপত্র পুড়ে যায়। বেশ কিছুদিন থানার কার্যক্রম বন্ধ থাকায় জনসাধারণের ভোগান্তিতে পড়তে হয়। থানায় পুণরায় কার্যক্রম শুরু হয়েছে। সেজন্য মঙ্গলবার (২৭ আগস্ট) পাঁচ হাজার জনকে অজ্ঞাত করে আসামি করা হয়েছে।

টিএইচ